আগামী রবিবার ২৯শে এপ্রিল থেকে ভয়েস অফ আমেরিকার Learning English অনুষ্ঠানটি ইংরেজীতে প্রচারিত হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টা পর্য্যন্ত। চলতি ঘটনাবলী ও ইংরেজী শেখার আধঘন্টার এই অনুষ্ঠান শুনতে পাবেন–
মিডিয়াম ওয়েভ ১৫৭৫ কিলোহার্টজে, শর্টওয়েভ ১৫৭১৫, ১৭৭৯০, এবং ১২০২০ কিলোহার্টজে।
মনে রাখবেন রবিবার ২৯শে এপ্রিল Voice of America থেকে প্রচারিত হবে Learning English অনুষ্ঠান। শোনার আমন্ত্রণ রইলো।