বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ব্যাপক হারে জালভোটের অভিযোগ, বিক্ষিপ্ত গোলযোগ, নির্বাচন বর্জন এবং পুনরায় নির্বাচনের দাবীর মধ্যে দিয়ে সোমবার শেষ হয়েছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন।
তিন সিটি করপোরেশনের ৩৯৫ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। অনিয়ম ও গোলযোগের কারণে বরিশালে একটি এবং সিলেটে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবী করা হয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভোট নিয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ বলছে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে এবং অন্যদিকে বিএনপি বলেছে এটা ছিল ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে নীলনকশার নির্বাচন।
এদিকে, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মধ্যে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার সহ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ইসলামিক শাসনতন্ত্র আন্দলনের মেয়র প্রার্থীরা এবং অন্যদিকে জাতয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচন স্থগিত করারা দাবী জানান।