ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং , দু দেশের বিবাদিত সীমান্তে শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত পোষণ করেন।এঁরা দু জন , চীনের মধ্রাঞ্চলের শহর ঊহানে দু দিনের অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী আজ জানিয়েছেন যে হিমালয়ের পর্বতে তাদের সীমান্তে দু দেশের সৈন্যদের মধ্যে যোগাযোগ রক্ষার ব্যাপারেও একমত পোষণ করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিজয় গোখেল বলেন , মোদি এবং শি এ ব্যাপারে সহমত প্রকাশ করেছেন যে দু দেশেরই এই পরিপক্বতা এবং প্রজ্ঞা রয়েছে যাতে তাঁরা তাঁদের মধ্যকার মতভেদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নিস্পত্তি করতে পারেন।
ঊহানে কোন সমঝোতা বা চুক্তি সই করা হয়নি।