অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু


ইসরাইল ও লেবানন তাদের মধ্যকার বিবাদিত সমুদ্র সীমা নিয়ে পরোক্ষ আলোচনা আজ থেকে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই আলোচনার মধ্যস্ততা করছে। লেবাননের নাকুরা শহরে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়েছে।

ইসরাইল ও লেবানন তাদের মধ্যকার বিবাদিত সমুদ্র সীমা নিয়ে পরোক্ষ আলোচনা আজ থেকে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই আলোচনার মধ্যস্ততা করছে। লেবাননের নাকুরা শহরে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়েছে। বিবাদের বিষয়টি হচ্ছে ভূ-মধ্যসাগরের ৮৬০ বর্গ কিলোমিটার এলাকা যা ইসরাইল ও লেবানন উভয়ই নিজেদের একান্ত অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করছে। দু পক্ষের মধ্যে কোন কুটনৈতিক সম্পর্ক নেই এবং কর্মকর্তারা দাবি করছেন যে এই আলাপ আলোচনা তাঁদের কথায় এক ধরণের টেকনিকাল বিষয় এবং তা দু পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার কোন উদ্যোগ নয়।লেবানন বড় রকমের অর্থনৈতিক সংকটে জর্জরিত এবং ঐ অঞ্চলটির উন্নয় তাদের জন্য প্রয়োজন তেল ও গ্যাসের জন্য যাতে করে প্রয়জনীয় রাজস্ব আসতে পারে।

XS
SM
MD
LG