অ্যাকসেসিবিলিটি লিংক

জ্বালানী আমদানি বিষয়ে একমত হলো সিরিয়া ও লেবাননের কর্মকর্তারা


লেবাননের সাইডন শহরে গ্যাস সঙ্কটে গ্যাস সিলিন্ডারসহ অপেক্ষমান জনগণ, ফাইল ছবি, জাইয়াত মাহমুদ, ১৭ই অগাস্ট, ২০২১ -এএফপি
লেবাননের সাইডন শহরে গ্যাস সঙ্কটে গ্যাস সিলিন্ডারসহ অপেক্ষমান জনগণ, ফাইল ছবি, জাইয়াত মাহমুদ, ১৭ই অগাস্ট, ২০২১ -এএফপি


লেবাননের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তরা দামেস্কে শনিবার, তাদের সিরীয় প্রতিপক্ষের সঙ্গে প্রায় ১০ বছর পরে মিলিত হনI তাদের আলোচনার বিষয়বস্তু ছিল, সিরিয়ার অঞ্চলের মধ্যে দিয়ে মিশরের গ্যাস ও জর্ডনের বিদ্যুৎ সরবরাহ করা Iসিরিয়া জানায় যে, তারা এই প্রকল্পে সহযোগিতা করবেI

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সিরিয়ার হাস্যজ্জল পররাষ্ট্রমন্ত্রীকে, বাসার আল আসাদ ও সিরিয়ার পতাকা প্রেক্ষাপটে রেখে, লেবাননের উপপ্রধান মন্ত্রী, যেইনা আকারকে স্বাগত জানাতে দেখা যায়I আরব মাধ্যমে জানানো হয়েছে তাদের আলোচনার সময়, আলোচনা কক্ষে লেবাননের পতাকার কোনো চিহ্ন দেখা যায় নি I

দামেস্কের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, সিরিয়ার মাধ্যমে লেবাননকে সহায়তার প্রয়াসে এক বাধাস্বরূপI তবে আরব মাধ্যমগুলি জানায়, বৈরুত এ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ডরোথি শেয়া, দৃশ্যত গত মাসের শেষের দিকে, লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন'র সঙ্গে সাক্ষাৎকারের সময় ,লেবানন ও সিরীয় এক সমাবেশের উদ্দেশ্যে সবুজ সংকেত দিয়েছিলেনI

সিরীয়-লেবানিজ কোঅপারেশন কমিশনের প্রধান, নাসরি খৌরি আলোচনা শেষে সাংবাদিকদের জানান, যে দুটি দেশই গ্যাস ও জ্বালানির সরবরাহ শুরু করতে আগ্রহী এবং দুটি দেশ এখন প্রকল্পের কারিগরি খুঁটিনাটি পরীক্ষা করে দেখবেI

তবে, খাত্তার দিয়াব, যিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন, ভয়েস অব আমেরিকাকে জানান, "মিশরের গ্যাস হস্তান্তরের বেলায় সিরিয়ার সেই কারিগরি স্থাপনা নেই এবং সিরিয়ার অঞ্চল দিয়ে জর্ডনের যে বিদ্যুৎ লাইন যাওয়ার কথা, সেই অঞ্চল, দক্ষিণাঞ্চলীয় দারা সিটি, এখন এক যুদ্ধপীড়িত এলাকা"I

দিয়াব বলেন, যুক্তরাষ্ট্রের কূটনীতির সহায়তায় এইচুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছেI তিনি বলেন এই চুক্তিটি কিছুটা অনিশ্চিত, কারণ এতে অসঙ্গতি থাকতে পারে, বিশেষত সিরিয়ার প্রতি তাদের নীতির কারণেI

(কিছু তথ্য রয়টার মাধ্যম থেকে সংগৃহিত)

XS
SM
MD
LG