অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত


জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননের সর্বসাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়েছে। সেখানে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্ততঃ ৪২ জন নিহত হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননের সর্বসাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়েছে। সেখানে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্ততঃ ৪২ জন নিহত হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ দেশটিকে অস্থিতিশীল করার এই চেষ্টার মুখে সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখার আহবান জানিয়েছে। ত্রিপলী শহরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়। চিকিৎসা কর্মকর্তারা বলেন ঐ ঘটনায় আরো অন্তত তিনশ জন আহত হয়েছে। ত্রিপলীতে শুক্রবার নামাজ শেষে নামাজীরা বাইরে বেরিয়ে আসার পরপরই মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটে। এসোসিয়েটেট প্রেসের খবরে বলা হয়েছে লেবাননের শিয়া জঙ্গী দল হেজবোল্লা বিরোধী সালাফী মতবাদে বিশ্বাসী ইমাম শেখ সালেম রাফে তাকওয়া ঐ মসজিদে নামাজ পড়েন। তিনি ভিতরে ছিলেন কিনা তা নিশ্চিওৎ নয়। পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। কেউ ঐ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়ায় গৃহযুদ্ধ চলায় লেবাননে উত্তেজনা বেড়েছে। লেবাননের জনগন, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীও এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনকারী এবং বিরোধী দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে।
XS
SM
MD
LG