বিশ্বনন্দিত হেভিওয়েট চ্যাম্পিয়ন, মুহাম্মদ আলীকে হারাবার কৃতিত্ব রয়েছে খুব অল্প বক্সারেরI সেই কৃতিত্ব অর্জন করেছিলেন, অলিম্পিক লাইট হেভিওয়েট ডিভিশনে গোল্ড মেডেলধারী বক্সার, লিওন স্পিঙ্কস, যিনি ৬৭ বছর বয়সে পরলোক গমন করেন I
অত্যন্ত সদালাপী, এই বক্সার ১৯৭৮ সালে, ১২ রাউন্ডে আলীকে হারিয়ে বিশ্বে এক চমক সৃষ্টি করেছিলেন, এই কারণে যে, মুহাম্মদ আলীর সঙ্গে লড়াইয়ের জন্য, তাঁর সমকক্ষ মানের রাংকিং ছিল না এবং আলী সময়ে, সোজা একটি লড়াইয়ের জন্য স্পিঙ্কসকে বেছে নিয়েছিলেনI
ম্যাচে হেরে মুহাম্মদ আলী, সঙ্গে সঙ্গে পুনর্ম্যাচের ঘোষণা দেন এবং ৭ মাস পরে, স্পিঙ্কসকে হারিয়ে দেনI আলী'র লড়াই ম্যানেজার, স্পিঙ্কসকে একজন অত্যন্ত হৃদয়বান ব্যক্তি বলে উল্লেখ করেছেনI