অ্যাকসেসিবিলিটি লিংক

লাইবেরিয়া এখন ইবলা ভাইরাসমুক্ত দেশ


বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাইবেরিয়াকে ইবলা ভাইরাসমুক্ত দেশ বলে ঘোষণা করেছে I ৪২ দিন ধরে নুতন কোনো আক্রান্ত হবার খবর না পাওয়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটিকে ভাইরাসমুক্ত বলে ঘোষণা করে I লাইবেরিয়াতে নিযুক্ত WHO 'র প্রতিনিধি জানান রোগ চিন্হিতকরণ, এবং প্রতিরোধ ব্যাপারে লাইবেরিয়ার জন্য আর্থিক সহায়তা অব্যাহত রাখা হবে I

XS
SM
MD
LG