লাইবেরিয়ার জনগণ ৭০ বছরের অধিক সময় পর গণতান্ত্রিক উপায়ে এক সরকার থেকে অন্য সরকারে ক্ষমতা হস্তান্তরণের জন্য ১০ই অক্টোবর ভোট দিয়েছেন I শান্তিতে নোবেল পুরস্কার বিজয়িনী, আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান, এলেন জনসন সারলিফ ৬ বছরের দু-দফা ক্ষমতায় থাকবার পর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন I
লাইবেরিয়ার নির্ব্বাচনে এগিয়ে রয়েছেন ফুটবল তারকা জর্জ ওয়্যাহ এবং ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোকাই I