অ্যাকসেসিবিলিটি লিংক

পদ ছাড়ছেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী, ফয়েজ আল সাররাজ 


আগামী সপ্তাহে জেনিভায় লিবিয়ার বিবাদমান দলের নেতারা যখন পরবর্তী আলোচনার
প্রস্তূতি নিচ্ছেন, এরই মাঝে প্রধানমন্ত্রী, ফয়েজ আল সাররাজ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণের
লক্ষ্যে পদ থেকে সরে দাঁড়াবার কথা ব্যক্ত করলেন I প্রধানমন্ত্রী, আল সাররাজ বলেন, অক্টোবরের শেষ নাগাদ নুতন নির্বাহী কর্তৃপক্ষের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবার আন্তরিক ইচ্ছা রাখছি I

লিবিয়ার আলোচকেরা গত সপ্তাহে, মরোক্কতে আলোচনায় কতগুলি নীতি নির্ধারণী সিদ্ধান্তে পৌঁছান, যার মধ্যে অন্যতম হচ্ছে , ২০২১ সালের ডিসেম্বর মাসের নির্বাচন এবং লিবিয়ার তিনটি ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে, ক্ষমতাসীন কাউন্সিলের বিভাজনI

XS
SM
MD
LG