অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের কাছ থেকে গাদ্দাফির নিজ শহরের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করা হযেছে


Sirte, Libya
Sirte, Libya

জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত, লিবিয়ার ঐক্য সরকার দাবী করছে যে দমন অভিযানে, উপকূলীয় শহর সিরতে থেকে তারা ইসলামিক স্টেট চরমপন্থীদের প্রায় হঠিয়ে দিয়েছে। তাদের এই দাবী এটাই প্রতীয়মান করছে যে তারা অবশেষে তাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারছে।

আক্রমণ অভিযানের ফলে গত তিন দিনে তারা দ্রুত অগ্রগতি সাধন করেছে। এতে এই আশার সঞ্চার হচ্ছে যে জাতীয় ঐক্য সরকার হয়ত, এই সাফল্যের প্রেক্ষিতে, নতুন লিবিয়ান সেনা বাহিনী গড়তে পারবে এবং দেশের পুর্বাঞ্চলে এক প্রতিদ্বন্দ্বি সরকারের অনুগত মিলিশিয়া বাহিনীকে স্বপক্ষ ত্যাগ করতে তারা উৎসাহ দেবে ।

কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে ঐক্য সরকারের কর্তৃত্ব বিচ্ছিন্ন ভাবে বজায় রয়েছে। এ সপ্তাহান্তে ত্রিপোলীর অভিশংসক এই খবর নিশ্চিত করেছেন যে লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মর গাদ্দাফির অনুগত প্রায় ১২জন সেনার দেহ পাওয়া গেছে। তারা আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই নিহত হয়।

XS
SM
MD
LG