অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত


লিবিয়ায় কর্মকর্তা এবং স্থানীয় সংবাদ সুত্রে জানা গেছে যে, সে দেশের পশ্চিমাঞ্চলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাকে বড় রকমের বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশি লোক।

পুলিশে ভর্তি হওয়া শত শত লোক জ্লিটেন শহরে ঐ দপ্তরের কাছে সমবেত হলে এই বোমা বিস্ফোরিত হয়। স্থানীয় সংবাদ সুত্রে যদিও বলা হয়েছে যে ৫০ জন নিহত হয়েছে, তবে রয়টারকে হাসপাতাল সুত্রে জানানো হয় যে নিহত লোকের সংখ্যা ৬৫। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

লিবিয়ায় জাতিসংঘ সহযোগিতা মিশনের প্রধান মার্টিন কবলার এক টুইটার বার্তায় এই বোমা বিস্ফোরণকে আত্মঘাতী আক্রমণ বলে উল্লেখ করেছেন। তিনি সকল লিবিয়াবাসীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে একতাবদ্ধ হবার আহ্বান জানান।

লিবিয়া বিভক্ত হয়ে রয়েছে। ইসলামপন্থিদের প্রশাসন ত্রিপোলি দখল করেছে এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সংসদ পুর্বাঞ্চলের তবরুক শহরে পালিয়ে, সেখানে শাসন করছে।

গত মাসে লিবিয়ার বিবদমান সরকার দুটির সদস্যরা একটি শান্তি চুক্তিতে সই করেন, যদিও এই বহুল বিতর্কিত চুক্তির বৈধতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

XS
SM
MD
LG