অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার সংহতির লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বার্লিন সফর


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেজ ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও'র সাক্ষাৎ করতে জার্মানির রাজধানী বার্লিনে এসে পৌঁছান বরিবার I জার্মানি আয়োজিত এই শান্তি উদ্যোগের লক্ষ্য সংঘাতের কারণে জর্জরিত লিবিয়াকে সংহতি পথে ফিরিয়ে আনা I এপ্রিল মাস থেকে লড়াই ও সংঘাতের কারণে বিপর্যস্ত লিবিয়া এখন, বিদেশি সহায়তার প্রত্যাশী I আলোচনায় যোগদানরত বিশ্বনেতারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত লিবিয়ার প্রধানমন্ত্রী, ফাইয়াজ আল সাররাজ এবং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করতে চাইছেন I

জাতিসংঘে শীর্ষ লিবীয় কুটনীতিক, ঘাসান সালামে'র লক্ষ্য গত সপ্তাহে স্বাক্ষরিত দুটি পক্ষের শান্তি চুক্তিকে এসব দেশের সহায়তায় পুনর্প্রতিষ্ঠা করা এবং দুটি পক্ষের মধ্যে শান্তির প্রয়াস সূচনা করা I

XS
SM
MD
LG