দক্ষিন লিবিয়ার এক সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৪১ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য।
সরকারী মুখপাত্র আহমাদ আল মিসমারি বলেছেন ত্রিপলির ব্রাক আল সাতি বিমান ঘাঁটিতে সেনা সদস্যরা প্যারেড শেষে ফিরে আসার সময় তাদের ওপর হামলা হয়। তারা তখন নিরস্ত্র ছিলেন। এ সময় আশেপাশে থাকা বেশ কয়েকজন অসামরিক লোকজনও নিহত হন।