অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার অন্তবর্তী সরকারের সৈন্যেরা সিরতে "চূড়ান্ত" আঘাত হানছে


লিবিয়ার অন্তবর্তী সরকারের সৈন্যেরা সিরতে "চূড়ান্ত" আঘাত হানছে
লিবিয়ার অন্তবর্তী সরকারের সৈন্যেরা সিরতে "চূড়ান্ত" আঘাত হানছে

লিবিয়ার অন্তবর্তী সরকারের সৈন্যেরা তাদের ভাষায় চূড়ান্ত আঘাত হানছে মোয়াম্মার গাদ্দাফির শেষ শক্ত ঘাঁটিগুলোর একটি সিরতের ওপর । উপকূলবর্তী ছোট শহরটির বাসিন্দারা শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন – অন্যদিকে জাতীয় অন্তবর্তী সরকারের সৈন্যেরা এগিয়ে চলেছে শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায়। সোমবারে অন্তবর্তী সরকারের সৈন্যরা সিরতের ভেতরে আশেপাশে নতুন নতুন ভূখন্ড কব্জা করে – নিয়ন্ত্রণ হাতিয়ে নেয় ছোট শহর কাসর আবূ হাদীর - এ শহরেই ১৯৪২ সালে নোমাদ উপযাতিদের তাঁবুতে ভুমিষ্ঠ হয়েছিলেন মুয়াম্মার গাদ্দাফি । ইতিমধ্যে NTC নেতারা ঘোষনা করেছেন – সিরতে পুরোপুরি কব্জায় এসে গেলে এবং স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলেই তাঁরা পদত্যাগ করবেন । অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহমূদ জিবরীল সোমবার বলেছেন – সিরতে নিয়ন্ত্রণে এসে গেলেই বুঝতে হবে দেশের সমুদ্র ভাগ, স্থলভাগ এবং আকাশ মন্ডল – সবই সুরক্ষিত হয়ে গিয়েছে । তবে তিনি এও স্বীকার করেছেন যে বানী ওয়ালীদ-সহ দক্ষিনের মরু অঞ্চলের অভ্যন্তর ভাগে কিছু কিছু অংশে লড়াই চলতে থাকবে ।

XS
SM
MD
LG