অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় দুটি পক্ষের শান্তি চুক্তি সম্পাদনকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব 


জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুটেরেজ, শুক্রবার, লিবিয়ায় বিবাদমান দুটি দলের স্থায়ী ও অতি শীঘ্র সারা দেশ জুড়ে শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেনI সাংবাদিকদের কাছে মহাসচিব বলেন, লিবিয়ার সংঘাতের কোন সামরিক সমাধান নেইI এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সামনে আরো অনেক কিছু জটিল কাজ রয়েছেI

এই চুক্তির আওতায়, ত্রিপোলি ভিত্তিক জাতীয় সংহতি সরকার ও জেনারেল খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মিকে তাদের ঘাঁটিতে ফিরে যেতে হবেI চুক্তির আওতায় আগামী তিন মাসের মধ্যে বিদেশী ও ভাড়াটে সেনাদের লিবিয়া ত্যাগ করতে হবেI

রাশিয়া ও তুরস্কের যোদ্ধা ও ভাড়াটিয়া সেনারা এই সংঘাতে এখন জড়িতI এছাড়াও মিশর ও আরব আমিরাত ও রাশিয়া বৃহৎ আকারের অস্ত্র সামগ্রী দিয়ে সহায়তা করছেI

XS
SM
MD
LG