লীনা ফেরদৌস খান যুক্তরাষ্ট্র আওতাধীন ভূখন্ড পূয়েরটো রিকোর রাজধানী সান য়ূয়ানে পরিকল্পনা দফতরে পরিকল্পকের কাজ করেন। স্বামি লুৎফুল বারী ভূঁইয়া সান য়ূয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। থাকেন এঁরা ঐ রাজধানী শহরটিতেই। ইরমা এবং তার পর মারিয়া সাইক্লোনের আঘাত জর্জরিত পুয়েরটো রিকোর পরিস্থিতি এখন কেমন জানতে আমরা লীনা ফেরদৌস খানের সঙ্গে টেলিফোনে কথা বলি। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।