অ্যাকসেসিবিলিটি লিংক

দোষী সাব্যস্ত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আলিপুর আদালত


kolkata
kolkata

সাত বছর আগে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭২ জনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত চার জনকে আজ আলিপুর আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিষমদে মৃত্যুর ঘটনায় এই রাজ্যে এই প্রথম কাউকে শাস্তি দেওয়া হলো। ২০১১ সালের ১১ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, মন্দিরবাজার আর উস্তিতে বিষমদ খেয়ে ১৭২ জন মারা যান। পুলিশ এই মৃত্যুর জন্য দায়ী করে ১২ জনের নামে অভিযোগ দায়ের করে। মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা পালিয়ে গিয়েও একবছর পরে ধরা পড়ে। আরও দুজন এখনও গা ঢাকা দিয়ে আছে। সাত বছর মামলা চলার পর আজ আলিপুর আদালতের বিচারক খোঁড়া বাদশা, নজরুল লস্কর, দুখে লস্কর ও গিয়াসুদ্দিন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, এছাড়াও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। ওই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার পিছু সাহায্য বাবদ ২ লক্ষ টাকা করে দিয়েছিলেন।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG