অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত লকডাউন বলবত থাকবে


বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার মোকাবিলায় দেশে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত বলবত করেছে দেশটির সরকার।মঙ্গলবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে যাতে চলতি লকডাউনের সময় যে সকল বিধি নিষেধ জারি করা হয়েছিল তা বর্ধিত এক সপ্তাহের লকডাউনে অব্যাহত থাকার কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য লকডাউনের সময় সীমা বাড়ানোর পক্ষে থাকলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার ১৯ এপ্রিল ২০২১ বাংলা অনুষ্ঠান
please wait

No media source currently available

0:00 0:30:01 0:00

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএএফ এর চারদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রেকর্ড করা বক্তব্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন । তিনি বলেন সকল বিশ্ববাসীকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা।

এদিকে, সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ৯১ জন এবং শনাক্ত হয়েছে অপর ৪৫৫৯ জন।

XS
SM
MD
LG