আজকের খেলার খবরে গ্রাস কোর্টের সেরা গ্র্যান্ড স্লাম টেনিস উইম্বলডনের চমক। মহিলাদের কোর্টে সে মারতিনা নাভরাতিলোভার পর ৩৭ বছর বয়সে আরেক দুর্দান্ত তারকা এগিয়ে এলেন ফাইনালে – উইলিয়ামস না সেরিনা নয়, তারই বোন ভিনাস উইলিয়ামস। ভিনাস বৃটেনের জোহানা কোন্টাকে হারিয়ে ফাইনালে খেলবেন স্প্যানিশ-ভেনিজুয়েলান গারবিনে মুগুরুযার সঙ্গে। ভিনাস ২০০৯ সালের উইম্বলডন শিরোপা জয়ের পর এবার বৃটিশ খেলোয়াড় কন্টাকে হারিয়ে ফাইনালে পৌঁছে আবার স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। ওদিকে পুরুষদের কোর্টে বৃটেনের স্বপন্ ভঙ্গ। গতবারের চ্যাম্পিয়ান এ্যাণ্ডি মারে আমেরিকার স্যাম কেরীর কাছে পুরো পাঁচটি সেটের খেলায় হার মানলেন। ওদিকে পুরুষদের কোর্টে বিশ্ব টেনিসের শীর্ষ তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ হাতের প্রচণ্ড ব্যথার কারণে জার্মানীর টমাস বারদিচের সঙ্গে খেলা ত্যাগ করলেন, ফলে সেমি ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী সুইস তারকা রজার ফেডেরার। দর্শক ভক্তদের আশা রজার উইম্বলডনের শিরোপা নিয়ে ঘরে ফিরবেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। একই সাথে দুটি বছরের গ্রীষ্মকালীন অলিম্পিক নগরীর নাম ঘোষণা করা হবে। সাধারণতঃ সাত বছরের ব্যবধানে যা করা হয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস আর ২০২৮ সালে ফ্রান্সের প্যারিস। তবে শর্ত আছে – দুই নগরী অর্থাৎ লস এঞ্জেলেস এবং প্যারিসের আয়োজক কমিটি এবং দুই দেশের জাতীয় অলিম্পিক কমিটিকে এ বিষয়ে একমত হতে হবে যে একসঙ্গে দুটি বছরের দুই অলিম্পিক নগরীর নাম ঘোষণা করা হলে কারও কোন আপত্তি নেই। তা হলে আগামী সেপ্টেম্বর মাসে আইওসির সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আর হ্যাঁ, দুটি শহরেই কিন্তু তৃতীয়বারের মত অলি্ম্পিক উৎসবের আয়োজন করা হবে। লস এঞ্জেলেসে ১৯৩২, ১৯৮৪ সালে গ্রীষ্মাকালীন অলিম্পিকের আসর বসেছিল আর প্যারিসে ১৯০০ সাল আর ১৯২৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার।