অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার যুক্তরাষ্ট্রে সফরে এসেছেন


French President Emmanuel Macron speaks to the news media after arriving with his wife Brigitte Macron for their state visit to Washington at Joint Base Andrews in Maryland, April 23, 2018.
French President Emmanuel Macron speaks to the news media after arriving with his wife Brigitte Macron for their state visit to Washington at Joint Base Andrews in Maryland, April 23, 2018.

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার যুক্তরাষ্ট্রে এসে পৌছান। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য আমেরিকায় রাষ্ট্রীয় সফরে এসেছেন। ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের পরাজয়ের পরেও, সিরিয়ায় আমেরিকার উপস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার কথা প্রেসিডেন্ট ম্যাক্রন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাবেন বলে মনে করা হচ্ছে।

ফরাসী নেতা ও তাঁর স্ত্রী সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রীর সঙ্গে নৈশ ভোজে যোগ দেবেন। ট্রাাম্প এবং ম্যাক্রন মঙ্গলবার বৈঠক করবেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রী ফরাসী প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে রাষ্ট্রীয় নৈশ ভোজে আপ্যায়ন করবেন।

বুধবার ম্যাক্রন যুক্তরাষ্ট্র কংগ্রেসে ভাষণ দেবেন।

XS
SM
MD
LG