অ্যাকসেসিবিলিটি লিংক

মাদ্রিদে নুতন ভয়াবহ সংক্রমণ, জরুরি অবস্থা ঘোষণা 


স্পেন সরকার, শুক্রবার মাদ্রিদে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বভার বুঝে নিতে,জরুরি অবস্থা ঘোষণা করেI সেখানে নিষেধাজ্ঞা শিথিল করে দেবার পর,.মাদ্রিদ এখন ইউরোপে সবচাইতে মারাত্মক সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেI

প্রধানমন্ত্রী, পেদ্রো সানচেজের সরকার মন্ত্রিসভার বিশেষ সভা ডেকে, আঞ্চলিক কর্মকর্তাদের ওপর কর্তৃত্ব আরোপ করেন, যেসব কর্মকর্তা ভ্রমণ ও বিনোদন শিল্পে নিষেধাজ্ঞ অবজ্ঞা করে যাচ্ছিলেনI

স্পেনে সংক্রমণে ৩১,৭৯১ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন সর্বমোট, ৭, ৬৯,১৮৮জনI

XS
SM
MD
LG