অ্যাকসেসিবিলিটি লিংক

রেশন করে বিদ্যুৎ সরবরাহ করবেন প্রেসিডেন্ট মাদুর


ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ৩০ দিনের জন্য দেশের বিদ্যুৎ সুষম বণ্টনের মধ্যমে সরবরাহের পরিকল্পনা কথা তুলে ধরেন।

মাদুরো বলেন, সুষম বণ্টন বা রেশন পরিকল্পনা নেওয়ার ফলে সরকারের জন্য দেশব্যাপী পানি এবং যোগাযোগ মাধ্যমের অবকাঠামো ব্যবস্থায় সহায়ক হবে। চলতে থাকা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ করে। মাদুরো বিদ্যুৎ বিভ্রাটের জন্য যুক্তরাষ্ট্রের নাশকতামূলক কার্যকলাপ দায়ী বলে অভিযোগ করেছেন।

তবে বিরোধী নেতা হুয়ান গুয়াইদো এই পরিস্থিতির জন্য সরকারের অবহেলা এবং অব্যবস্থা দায়ী বলেই জানিয়েছেন।



XS
SM
MD
LG