অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলায় নির্বাচন দেয়ার যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলেন মাদুরো


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে সংবাদ সম্মেলনে
ফাইল ছবি, ৮ই ডিসেম্বর, ২০২০ -রয়টার্স
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে সংবাদ সম্মেলনে ফাইল ছবি, ৮ই ডিসেম্বর, ২০২০ -রয়টার্স

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবার “প্রলোভন” দেখিয়ে নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক প্রয়াস নেবার অনুরোধ জানালেও, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের “ব্ল্যাক মেইল বা হুমকির” প্রতি মাথা নোয়াবে নাI মেক্সিকোতে শুক্রবার অনুষ্ঠিতব্য বামপন্থী সরকার ও যুক্তরাষ্ট্র যাঁকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে গণ্য করে, সেই বিরোধী নেতা, জুয়ান গাইদো'র মধ্যে আলোচনার আগে ওয়াশিংটনের পক্ষে এইআহ্বান জানানো হয়I

ভেনেজুয়েলা বর্তমানে অবর্ণনীয় এক অর্থনৈতিক সঙ্কটের মুখে, যে পরিস্থিতি আরো চরমে গিয়ে পৌঁছায় যখন যুক্তরাষ্ট্র ২০১৮ সালের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পর, নতুন কয়েকটিনিষেধাজ্ঞা আরোপ করেI

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে, মাদুরো বলেন, তাঁর কথায়, তাঁর দেশ স্বায়ত্তশাসিত এবং স্বাধীন ভাবে আলোচনায় যাবে এবং যুক্তরাষ্ট্র সরকারেরহুমকির কাছেমাথা নত করবে নাI

মাদুরো এর আগে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা যাকে তিনি ‘অপরাধমূলক’ বলেছেন, তুলে নেবার দাবি জানিয়েছিলেন।২০১৯ সালের সেই নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, যে নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাঁকে আর বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করে নাI

(এএফপি)

XS
SM
MD
LG