অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ৮ আগস্ট মিয়ানমার সফরে যাচ্ছেন


রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যথাযথ ও উপযুক্ত হয়েছে কিনা -তা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী আগামী ৮ আগস্ট মিয়ানমার সফর করবেন বলে কর্মসূচি নির্ধারিত হয়েছে। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করবেন বলেও কর্মসূচি স্থির করা হয়েছে। ঢাকায় বিভিন্ন সূত্র বলছে, প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাজধানী নেপিডতে যাবেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির বিষয় নিয়ে ওই দেশটির সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। পরে তিনি যাবেন রাখাইনে। রাখাইন পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য কতোটা উপযুক্ত ও যথাযথ হয়েছে- তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাখাইন সফর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গত ২৯ জুন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই‌-র মধ্যস্থতায় মিয়ানমারের মন্ত্রী খ থিন শোয়ে-র সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই সময় রাখাইন সফরের বিষয়টি নির্ধারণ করা হয়। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকটিকে অনানুষ্ঠানিক বলে বর্ণনা করেছিল। এ কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই দফার মিয়ানমার এবং বিশেষ করে রাখাইন সফরকে বিশ্লেষকগণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG