অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি "Mail In  Ballot " প্রথা চালু হলে নির্বাচন হবে জালিয়াতিপূর্ণ 


প্রেসিডেন্ট ট্রাম্প এখন দাবি করছেন যে, "Mail In Ballot " প্রথা চালু হলে নভেম্বরের নির্বাচন হবে জালিয়াতিপূর্ণ I তাঁর এই বিভ্রান্তিমূলক দাবি একাধারে আইনপ্রণেতা ও নির্বাচনী আয়োজকদের বিস্মিত করেছে I সোমবার সকাল থেকে টুইটার মারফত তিনি অভিযোগ আনতে শুরু করেন I

তবে ন্যাশনাল এসোসিয়েশন অব সেক্রেটারিজ এবং ন্যাশনাল এসোসিয়েশন অব স্টেট ইলেকশন কাউন্সিলের প্রতিনিধিরা বলেন, প্রেসিডেন্টের যুক্তির সাপেক্ষে আমাদের কাছে কোন তথ্য-প্রমাণাদি নেই এবং উনি আমাদের সঙ্গে কিছুই শেয়ার করেন নি I

XS
SM
MD
LG