অ্যাকসেসিবিলিটি লিংক

আইসল্যান্ডের নতুন মহিলা সংখ্যাগরিষ্ঠ সংসদ ইউরোপে এই প্রথম


আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, ক্যাট্রিন জ্যাকবসদোতির রিকয়াভিকে নির্বাচনী কেন্দ্রে ভোট দেবার পর মাধ্যমের সঙ্গে কথা বলছেন, ফাইল ছবি,অর্নি তরফাসন /২৫শে সেপ্টেম্বর, ২০২১/এপি
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, ক্যাট্রিন জ্যাকবসদোতির রিকয়াভিকে নির্বাচনী কেন্দ্রে ভোট দেবার পর মাধ্যমের সঙ্গে কথা বলছেন, ফাইল ছবি,অর্নি তরফাসন /২৫শে সেপ্টেম্বর, ২০২১/এপি

আইসল্যাণ্ডে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তাদের নতুন পার্লামেন্টে নারীরা অর্ধেকের বেশি আসন লাভ করেছে, যা ইউরোপের ইতিহাসে প্রথম I

চূড়ান্ত ফলাফলের আগাম অনুমান অনুযায়ী, আলথিংয়ের ৬৩টিআসনের মধ্যে ৩৩টিতে জিতেছে নারী যা প্রায় ৫২ শতাংশ I বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইউরোপের অন্য কোনো দেশে ৫০ শতাংশের বেশি নারী আইনপ্রণেতা নেই, সুইডেনে যা ৪৭ শতাংশের কাছাকাছি।

বিশ্বের অন্যান্য পাঁচটি দেশে বর্তমানে পার্লামেন্ট আছে যেখানে মহিলাদের অন্তত অর্ধেক আসন রয়েছে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের মতে, রুয়ান্ডাতে (৬১ শতাংশ), কিউবাতে (৫৩ শতাংশ), নিকারাগুয়া (৫১ শতাংশ) এবং মেক্সিকো এবং সংযুক্ত আরব আমিরাতে (৫০ শতাংশ) I

অন্য কয়েকটি দেশের মত নয়, আইসল্যান্ডের সংসদে নারী প্রতিনিধিত্বের জন্য আইনগত কোটা নেই, যদিও কিছু দলের জন্য ন্যূনতম নারী প্রার্থীর প্রয়োজন রয়েছেI

আইসল্যান্ড দীর্ঘদিন ধরে লিঙ্গ সমতা এবং মহিলাদের অধিকারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এবং গত ১২ বছর ধরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বাধিক সমতাভিত্তিক দেশের র‍্যাংকিং-এ শীর্ষে যার অবস্থানI

নারী ও পুরুষকে যে ব্যবস্থা, সন্তানের কারণে একই ছুটি ভোগের সুযোগ দেয় এবং ১৯৬১ সাল থেকে নারী ও পুরুষদের সমান-বেতন সম্পর্কিত আইনটি চালু রয়েছেI

আইসল্যান্ড, ১৯৮০ সালে একজন নারীকে রাষ্ট্রপতি নির্বাচিত করার ক্ষেত্রে প্রথম দেশ এবং ২০১৮ সাল থেকে এখানে একটি অগ্রগামী লিঙ্গভিত্তিক সমান-বেতন আইন চালু রয়েছে যা নিয়োগকর্তাদের পুরুষ এবং মহিলাদের সমান মজুরি প্রদানে বাধ্য করছে।

(এএফপি)

XS
SM
MD
LG