অ্যাকসেসিবিলিটি লিংক

মালালা ইউসুফজাই জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত


জাতিসংঘের শান্তিদূত হিসাবে নিয়োগ পাওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেন, "আমি আশাবাদী এবং আমি সব তরুনীকে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে উৎসাহিত করছি। তোমাদের নিজের ওপর বিশ্বাস থাকা প্রয়োজন। এবং তোমরাই সত্যিকারের পরিবর্তনকারী। তোমরা যদি রুখে না দাঁড়াও, পরিবর্তন আসবে না।"

জাতিসংঘ মহাসচিব António Guterres নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও শিশু অধিকার সক্রিয়বাদী মালালা ইউসুফজাইকে ১০ এপ্রিল জাতিসংঘের শান্তিদূত হিসাবে ঘোষনা দেন। তিনি নারী শিক্ষার বিষয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেবেন ।

জাতিসংঘ মহাসচিব, সবার জন্য শিক্ষার মত সম্ভবত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ের প্রতীক হিসাবে মালালা ইউসুফজাইকে অভিহিত করেন।

মহাসচিব Guterres নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে মালালা ইউসুফজাইকে এই সম্মানে ভূষিত করেন।

স্কুলে যাবার জন্য ২০১২ সালে যে মালালা ইউসুফজাইকে তালিবান গুলি করেছিল, সেই মালালাই এখন জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত । এবং তিনিই প্রথম শান্তিদূত, যাকে António Guterres জাতিসংঘ মহাসচিব হিসাবে গত জানুয়ারী মাসে দায়িত্ব নেবার পর প্রথম ঐ সম্মানে ভূষিত করলেন।

XS
SM
MD
LG