মালাউইতে সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ায় ১৩ই জুলাই নির্ধারিত স্কুলসমূহ খুলছে না I সেখানে একদিনে রেকর্ড সংখ্যক ২০০০টি সংক্রমণ ও ২৯জনের মৃত্যু হলে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন I সেখানকার টাস্ক ফোর্স জানায়, যে টেস্ট কীটের তীব্র অভাবের কারণে তারা গণপরীক্ষা কর্মসূচি বাতিল করে দেন I শুধুমাত্র যাদের লক্ষণ রয়েছে, তাদেরকেই শুধু পরীক্ষা করা সম্ভব হচ্ছে I
পরিবহন ব্যবস্থা এর জন্য দায়ী বলে কর্তৃপক্ষ জানান I বিভিন্ন দেশে লক ডাউন থাকায় সীমান্তে আটকা পড়েছে বহু ট্রাক; আবার নেগেটিভ বলে শনাক্তকৃত বহু ট্রাক ড্রাইভারকে ঢুকতে দেয়া হচ্ছে না I
এছাড়াও বিমানযোগে ইউরোপ থেকে বহু বিমান চলাচলে এখন নিষেধাজ্ঞা রয়েছে I