মালাউই'র ফিরতি নির্বাচনে প্রেসিডেন্ট পিটার মুথারিকাকে হারিয়ে জয়যুক্ত হলেন বিরোধী প্রার্থী, লাজারুস চাকবেরা I রবিবার সকালে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন I শনিবার ৬৫ বছর বয়সী চাকবেরা ৫৮% ভোট পেয়ে জয়যুক্ত হন I খুশিতে আত্মহারা, চাকবেরা বলেন,"সারারাত ধরে আমার নাঁচতে ইচ্ছে করছে ,এই বিজয় মালাউই জনগণের, এই বিজয় গণতন্ত্রের বিজয়" I
পরাজিত পিটার মুথারিকা অভিযোগ করেছেন,যে, তাঁর দলের লোকজনদের মারধর ও তাদের বিরুদ্ধে ভীতি প্রদর্শন করা হয়েছে I তবে Malawi Human Rights Commission এসব অভিযোগ প্রত্যাখ্যান কোরে নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ বলে ঘোষণা করে I