অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান কাজ শেষ


দুই বছর আগে Malaysia Airlines Flight MH370, যে নিখোঁজ হয়ে যায়, সেই সন্ধান কাজ শেষ হতে যাচ্ছে।

মালায়েশিয়া, অস্ট্রেলিয়া এবং চীনের পরিবহন মন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন যে, তিন দেশ মিলে ভারত মহাসাগরে যে নিখোঁজ বিমানের সন্ধান করছিলো, সেই সন্ধান কাজ বন্ধ করা হবে।

মন্ত্রীদের বৈঠকের পর শুক্রবার মালায়েশিয়ায় ঐ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

মালায়েশিয়ার পরিবহন মন্ত্রী Liow Tiong Lai বলেছেন, বিশ্বাসযোগ্য নতুন কোন তথ্য পাওয়া গেলে, নতুন করে সন্ধান তৎপরতা চালানোর কথা বিবেচনা করা হবে।

XS
SM
MD
LG