দুই বছর আগে Malaysia Airlines Flight MH370, যে নিখোঁজ হয়ে যায়, সেই সন্ধান কাজ শেষ হতে যাচ্ছে।
মালায়েশিয়া, অস্ট্রেলিয়া এবং চীনের পরিবহন মন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন যে, তিন দেশ মিলে ভারত মহাসাগরে যে নিখোঁজ বিমানের সন্ধান করছিলো, সেই সন্ধান কাজ বন্ধ করা হবে।
মন্ত্রীদের বৈঠকের পর শুক্রবার মালায়েশিয়ায় ঐ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
মালায়েশিয়ার পরিবহন মন্ত্রী Liow Tiong Lai বলেছেন, বিশ্বাসযোগ্য নতুন কোন তথ্য পাওয়া গেলে, নতুন করে সন্ধান তৎপরতা চালানোর কথা বিবেচনা করা হবে।