বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ও মালয়েশিয়া প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং এ সংক্রান্ত কারিগরী সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাংলাদেশ সফররত মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে এ কথা জানানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়টি পুনরোল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ সময় জানান, রোহিঙ্গাদের উন্নততর পরিবেশ নিশ্চিন্তের জন্য বাংলাদেশ সরকার একটি দ্বীপের উন্নয়ন করছে -যেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে। মালয়শীয় মন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমীর খসরু