অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত


Malaysian Defence Minister
Malaysian Defence Minister

বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ও মালয়েশিয়া প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং এ সংক্রান্ত কারিগরী সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাংলাদেশ সফররত মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে এ কথা জানানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়টি পুনরোল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ সময় জানান, রোহিঙ্গাদের উন্নততর পরিবেশ নিশ্চিন্তের জন্য বাংলাদেশ সরকার একটি দ্বীপের উন্নয়ন করছে -যেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে। মালয়শীয় মন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG