অ্যাকসেসিবিলিটি লিংক

Maldives'র নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহকে বিজয়ী ঘোষণা


Maldives'র নির্বাচন কমিশন গত সপ্তাহের প্রেসিডেনশিয়াল নির্বাচনের সরকারী ফলাফল ঘোষণা করেছে, যেখানে বিরোধী নেতা ইব্রাহিম মোহামেদ সলিহকে বিজয়ী বলে ঘোষণা করা হয় I কমিশন জানায় মি. সলিহ ৫৮.৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ;বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৪১.৬ শতাংশ ভোট I

নির্বাচন কমিশনের প্রধান, আহমেদ শরীফ বলেন "আমাদের বিরুদ্ধে ফলাফল বিলম্ব করার বহু হুমকি এসেছে,তবে ফলাফল ঘোষণায় এসব হুমকি কোনো প্রভাব ফেলতে পারেনি "I

XS
SM
MD
LG