মালির কর্মকর্তারা বলেন, গাও শহরের কাছে বিস্ফোরক দ্রব্য পরিহিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের গ্রেপ্তারের এক দিন আগে একজন আত্মঘাতী বোমাবাজ সেই শহরের কাছে এক সামরিক চৌকিতে আক্রমণ চালায়।
মালির সেনাবাহিনীর একজন মুখপাত্র এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, গাও শহর অভিমুখী এক সড়কে সেই দুই ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবারের আক্রমনের পর মালির সেনারা নিরাপত্তা সুসঙ্গহত করে একজন স্থানীয় সংবাদদাতা ভয়েস অব আমেরিকা কে বলেন, সেনা চৌকির মাত্র ১০ মিটার দূরে বোমাটি বিস্ফোরিত হয়, The Movement for Oneness an Jihad in West Africa বা MUJAO শুক্রবারের বিস্ফোরনের দায়িত্ব স্বীকার করে। সংগঠনটি বলে, মালির সৈন্যরা, যারা তাদের ভাষায় ইসলামের শত্রুদের পক্ষ নিয়েছে, তাদের ওপর আরো আক্রমন পরিচালিত হবে। ফরাসী সেনাবাহিনী জানুয়ারীতে মালিতে প্রবেশের আগে MUJAO গোষ্ঠী ছাড়াও আরো কয়েকটি সশস্ত্র দলের উত্তর মালিতে শক্ত ঘাটি ছিলো। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল শনিবার জানায়, মালি কর্তৃপক্ষ MUJAO এর নেতৃবৃন্দ ছাড়াও আনসার দিন এবং তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী MNLA এর নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে।
ওদিকে ৭০ জন ইউরোপীয় ইউনিয়ন সামরিক প্রশিক্ষক মালিতে গিয়ে পৌঁছেছেন। তাঁরা সহ পাঁচশ’জন সেনা প্রশিক্ষক মালির সামরিক বাহিনীকে সহায়তা দান করবেন।
মালির সেনাবাহিনীর একজন মুখপাত্র এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, গাও শহর অভিমুখী এক সড়কে সেই দুই ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবারের আক্রমনের পর মালির সেনারা নিরাপত্তা সুসঙ্গহত করে একজন স্থানীয় সংবাদদাতা ভয়েস অব আমেরিকা কে বলেন, সেনা চৌকির মাত্র ১০ মিটার দূরে বোমাটি বিস্ফোরিত হয়, The Movement for Oneness an Jihad in West Africa বা MUJAO শুক্রবারের বিস্ফোরনের দায়িত্ব স্বীকার করে। সংগঠনটি বলে, মালির সৈন্যরা, যারা তাদের ভাষায় ইসলামের শত্রুদের পক্ষ নিয়েছে, তাদের ওপর আরো আক্রমন পরিচালিত হবে। ফরাসী সেনাবাহিনী জানুয়ারীতে মালিতে প্রবেশের আগে MUJAO গোষ্ঠী ছাড়াও আরো কয়েকটি সশস্ত্র দলের উত্তর মালিতে শক্ত ঘাটি ছিলো। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল শনিবার জানায়, মালি কর্তৃপক্ষ MUJAO এর নেতৃবৃন্দ ছাড়াও আনসার দিন এবং তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী MNLA এর নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে।
ওদিকে ৭০ জন ইউরোপীয় ইউনিয়ন সামরিক প্রশিক্ষক মালিতে গিয়ে পৌঁছেছেন। তাঁরা সহ পাঁচশ’জন সেনা প্রশিক্ষক মালির সামরিক বাহিনীকে সহায়তা দান করবেন।