অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে একে-৪৭ রাইফেল চোরাচালান করেছেন মালয়শীয়ায় আটক ব্যক্তি


মালয়শিয়ার পুলিশ আন্তর্জাতিক জঙ্গী তৎপরতার সাথে জড়িত থাকা এবং তাদের জন্য অস্ত্র চোরাচালানের সন্দেহে যে বাংলাদেশী নাগরিকদের আটক করেছে তার সাথে গুলশান হামলার সাথে সংশ্লিষ্ট একজনের যোগাযোগ ছিল, মালয়শীয়-প্রভাবশালী সংবাদপত্রগুলো এমন খবর দিয়েছে ওই দেশের পুলিশ এবং কর্তৃপক্ষের বরাত দিয়ে। মালয়শিয়ার পুলিশ প্রধানসহ অন্যান্য কর্তৃপক্ষীয় সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার Daily Star, the Straits Times সহ ওই দেশের প্রভাবশালী সংবাদপত্রগুলো বলছে, আটক ৩৭ বছর বয়সী রেস্তোরা ব্যবসায়ী, তার কর্মস্থলকে গুলশান হামলায় জড়িত আন্দালিব আহমেদসহ অন্যান্য জঙ্গীদের যোগাযোগের স্থান হিসেবে ব্যবহার করতেন। মালয়শীয় কর্তৃপক্ষের ধারণা, বাংলাদেশে একে- ৪৭ রাইফেল চোরাচালানও করেছেন ওই আটক ব্যক্তি। পত্রিকার খবরে বলা হয়, কর্তৃপক্ষ মনে করছে, আটক বাংলাদেশী দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। গুলশান হামলার সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন আন্দালিব আহমেদ মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে তিনি মালয়েশিয়া ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে চলে যান।
এদিকে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ মাদ্রাসাগুলোকে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংস্থা কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG