অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যা দুর্গত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়


West Bengal Chief Minister Mamata Banerjee visits flood areas.
West Bengal Chief Minister Mamata Banerjee visits flood areas.

বন্যা দুর্গত বির্পযস্ত মানুষের সঙ্গে মিশে গিয়ে, মানুষের দুর্গতি সবারই জানা। বন্যার প্লাবিত জলে দাঁড়িয়ে দুর্গত মানুষের কথা শোনা, সেইসঙ্গে বন্যা প্লাবিত এলাকায় দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর অভিযোগ,বন্যার ফলে কেন্দ্র গুজরাত-অসমকে প্যাকেজ দিয়েছে। আপত্তি নেই। সব রাজ্য পাক। বাংলায় অসম ও গুজরাতের থেকে কম বন্যা হয়নি। রিপোর্ট তৈরি হচ্ছে। কেন্দ্রকে পাঠানো হবে। আমাদের ন্যায্য পাওনা চাই। বঞ্চনা নয়, নায্য দাবি চাই। মালদা ও দুই দিনাজপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বন্যা নিয়ে আঙুল তুললেন প্রতিবেশী রাজ্য বিহারের দিকেও।মুখ্যমন্ত্রী বলেন, পূর্ণিয়ায় বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। ডিএম রিপোর্ট করেছে। আমরা অভিযোগ করেছি। বিহার ডুবলে বাংলাকে ডুবতে হয়। বন্যা প্রতিরোধে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফরাক্কা, দুর্গাপুর, ডিভিসি-তে ড্রেজিং হয়নি। কেন্দ্রকে ড্রেজিং করাতে হবে।রাজ্যের মালদা ও উত্তর এবংদক্ষিন দিনাজপুর জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরমালদা জেলার গৌরভবনে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তাঁর নির্দেশ, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে।বন্যার জল নামার পর যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শুরু করতে হবে। বন্যার সুযোগ নিয়ে কালোবাজারি রুখতে পুলিশকে কড়া নজরদারি চালানোর নির্দেশও দেন তিনি।
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG