পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে এখন আরো রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি করা। আর সেই লক্ষ্যেই বণিকসভার একটি আমন্ত্রণে মুম্বই যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আগামী কালবুধবার রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্ররাজ্যের মুখ্যসচিব মলয় দে সহ অন্য আধিকাররিকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন বাণিজ্য নগরীতে। পশ্চিমবঙ্গ যে বিনিয়োগের সেরা গন্তব্য, সেটাই শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে। বণিকসভার বৈঠকের পাশাপাশি শীর্ষ স্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। তাদের আগামি বছর জানুয়ারিতে এরাজ্যেহতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।