অ্যাকসেসিবিলিটি লিংক

মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে সংশয়


কিছু দিন আগেও ভাবা হত, ২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন নিঃসংশয় ব্যাপার। কিন্তু পরিস্থিতি আর তত সরল বলে মনে হচ্ছে না। রাজনৈতিক মহল তো বটেই, প্রশাসনিক ও পুলিশ মহলেও তেমন সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কেন এই ভাবনা বদল? একে তো কেন্দ্রীয় বাহিনির কড়া নজরদারিতে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারছেন। ও দিকে, একটা বদলের গন্ধ পেয়ে পুলিশ প্রশাসনও নিরপেক্ষ ভাবে কাজ করা শুরু করেছে। তা ছাড়া, আগেকার নির্বাচনে বাম ও কংগ্রেসের যা নিজস্ব ভোট, সেই অঙ্কমাফিক কিন্তু এবারের ভোটের অঙ্ক জোটেরই অনুকূল। তাই যে সম্ভাবনা কয়েক সপ্তাহ আগেই অলীক ভাবনা বলে মনে করা হত, সেটাই এখন সম্ভাব্য বাস্তব বলে মনে করছেন অনেকেই। অবশ্য সব প্রশ্নের জবাব মিলবে ১৯ মে ফল বেরলে।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG