সিঙ্গুরে টাটা মোটর্স-এর প্রস্তাবিত গাড়ি কারখানার জন্য অধিগৃহীত ৯৯৭ একর জমি চাষীদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একই মঞ্চে দাঁড়িয়ে পশ্চিম মেদিনিপুরের গোয়ালতোড়ে গাড়ি কারখানা নির্মাণের জন্য পুরো ১,০০০ একর জমি দিতে চাইলেন টাটা বা বিএমডবলিউ সংস্থাদের।
বাস্তব হচ্ছে, কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার দূরে গোয়ালতোড়ে সড়কপথে পৌঁছতে ঘণ্টা তিনেক সময় লাগে, রেল সংযোগও দূরে। জল পেতে ভরসা ১৮ কিলোমিটার দূরে শিলাবতী নদী। কংগ্রেস নেতাদের প্রশ্ন, এই যা পরিকাঠামো, এখানে কি গাড়ি কারখানা সম্ভব?
সিপিএম নেতারা বলছেন, টাটাদের গাড়ি কারখানা বানাতে এক হাজার জমি কেন দরকার, এ প্রশ্ন তুলেছিলেন তখনকার বিরোধী নেত্রী মমতা। আর আজ তিনিই মুখ্যমন্ত্রি হিসেবে ওই এক হাজার একর জমি দেওয়ারই প্রস্তাব দিচ্ছেন সেই গাড়ি কারখানার জন্যই। সিঙ্গুরে জমি ফেরত দিতে পেরে খুব খুশি মমতা। আবার তাঁর গোয়ালতোড়ের প্রস্তাব নিয়ে বিরোধীরা তাঁকে বিদ্রুপে বিঁধছেন।