অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


ভারতের বিধায়কদের হাতে হাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গের মানুষের ঘরে ঘরে। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে দলের বিধায়ক, সাংসদ এবং নেতাদের নিয়ে বৈঠকে এমনই পরিকল্পনা করলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ থেকে ১০ দিন যাই লাগুক না কেন , পাহাড় থেকে সাগর— রাজ্যের কোণে কোণে ‘সংযোগ যাত্রা’ করতে হবে। কথা বলতে হবে মানুষের সঙ্গে।’’ একই সঙ্গে বিলি করা হবে মুখ্যমন্ত্রীর লেখা লিফলেটও। সদ্যসমাপ্ত সপ্তদশ লোকসভা ভোটে রাজ্যে ১৮টি আসনে বিজেপির জয়ের পিছনে ‘ইভিএম কারচুপি’-র অভিযোগ ফের তোলেন মমতা বন্দোপাধ্যায়। তবে পাশাপাশি জনগণের সঙ্গে নেতাদের সংযোগের উপরেও জোর দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘যেখানে জিতেছি, যেখানে হেরেছি, সব জায়গায় বিধায়কেরা বাড়ি বাড়ি যাবেন।’’ তাঁদের হাতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা লিফলেট।সংশ্লিষ্ট সূত্রের খবর, দু’রকম বয়ানে লিফলেট লেখার পরিকল্পনা হয়েছে বৈঠকে। যেখানে তৃণমূল জিতেছে, সেখানে মানুষকে ‘ধন্যবাদ’ জানিয়ে লিফলেট দেওয়া হবে। আর যেখানে তৃণমূল হেরেছে, সেখানে লিফলেটের বয়ান হবে অন্য রকম।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

XS
SM
MD
LG