অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতীতে ঘৃণ্য, ধর্মান্ধ রাজনীতি চলছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীতে ঘৃণ্য, ধর্মান্ধ রাজনীতি চলছে বলে অভিযোগ তাঁর। তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি বিশ্বভারতীকে দাঙ্গার আখড়ায় পরিণত করেছে। এমনকী, এদিন উপাচার্যের বিরুদ্ধেও সরব হন তিনি।আজ মঙ্গলবার রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে বোলপুর রোডে তৃণমূল কংগ্রেসের শোয়ের শেষে শান্তিনিকেতনের জামবুনি মোড়ে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে রবি ঠাকুরের জন্মস্থান বিতর্ক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। জনসভার শুরুতেই তুলে আনেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে জেপি নাড্ডার বিতর্কিত মন্তব্যের কথা। বীরভূম সফরে এসে বিশ্বভারতীকে রবি ঠাকুরের জন্মস্থান বলে উল্লেখ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন সেই মন্তব্যের সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, “রাজনীতি করার আগে বাংলাকে জানতে হবে।


কেউ কেউ তো রবি ঠাকুরের জন্মস্থানই বদলে দিচ্ছেন। গান্ধীজিকেই ওঁরা সম্মান করেন না। যাঁরা গান্ধীজিকে হত্যা করেছিলেন, তাঁরা ওঁদের নেতা।”জনসভার মঞ্চ থেকে মমতার বন্দ্যোপাধ্যায় স্মৃতি রোমন্থন করে বলেন রাজীব গান্ধির সঙ্গে প্রথমবার শান্তিনিকেতন এসে ছিলেন। একই সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “বিশ্বভারতীতে অকথা, কুকথা চলছে। বিশ্বভারতী তথা গোটা বাংলায় ঘৃণ্য ধর্মের আমদানি করা হয়েছে। হিন্দু ধর্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে।” এদিন বিশ্বভারতীর উপাচার্যকে ‘বিজেপির স্ট্যাম্প মারা’ বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়

XS
SM
MD
LG