অ্যাকসেসিবিলিটি লিংক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা


Mamta Banerji
Mamta Banerji

শেষ পর্যন্ত নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত মামলার বিচার থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তবে আজ সরে দাঁড়ানোর আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। কারণ বিচারপতি চন্দের কথায়, "এই মামলার বিচারের যোগ্যতা নিয়ে যে ভাবে প্রশ্ন তোলা হয়েছে, যে ভাবে আমার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা গোটা বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। আমাকে এই মামলা বিচারের ভার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে যে ভাবে স্বয়ং মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আমি বিজেপির হয়ে মামলা লড়েছি, তা অন্যায় শুধু নয়, আইন বিরোধী। কারণ, আমি ভারতের একজন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে যে কারো হয়েই মামলায় দাঁড়াতে পারি। এই কারণে মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হলো। এই অর্থ যেন তিনি হাইকোর্টের বার কাউন্সিলে জমা দেন। তা দিয়ে জনহিতকর কাজ করা হবে।"

তৃণমূল কংগ্রেস আজকেই জানিয়েছে, এই জরিমানার বিরোধিতা করে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাবে।

XS
SM
MD
LG