আজ বুধবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র পেশ করলেন। ওই কেন্দ্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেবেন শুক্রবার ১২ই মার্চ। আজ নির্ধারিত সময়ের মিনিট দশেক আগেই মমতা হলদিয়া মহকুমাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে পৌঁছে যান। তার আগে তিনি নন্দীগ্রামে একটি শিব মন্দিরে পুজো দেন। তার পর দু'কিলোমিটার পথ মিছিল করে হলদিয়া যান। রাস্তার দু'পাশে তখন প্রচুর সমর্থক ও স্থানীয় বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ধ্বনি দিতে থাকেন। পোস্টার নিয়ে তাঁরা সম্বর্ধনা জানান।
কথা ছিল, আজ মনোনয়নপত্র জমা দিয়ে আজকেই কলকাতায় ফিরে আসবেন মমতা। কিন্তু শেষ মুহূর্তে তাঁর অনুষ্ঠান সূচি একটু বদল করে আজ তিনি নন্দীগ্রামে থেকে যাবেন ঠিক করেছেন। গতকাল নন্দীগ্রামে পৌঁছে তিনি দু'টি মন্দিরে পুজো দিয়েছেন, আজ তাঁর কেন্দ্রে কয়েকটি জায়গা ঘুরে দেখবেন। কালকে মহা শিবরাত্রি উপলক্ষ্যে আবার শিব মন্দিরে পুজো দিয়ে হেলিকপ্টারে করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। বেলা দু'টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন দলনেত্রী।