প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার কলকাতার ব্রিগেডে বলেছিলেন, আর খেলা হবে না। এ বার খেলা শেষ হওয়ার পালা। তার পাল্টায় আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ। সেখানে খেলাও হবে, দেখাও হবে এবং জেতাও হবে। পয়লা এপ্রিল ভোটবাক্সে বিজেপি-কে ‘এপ্রিল ফুল’ করতেও নন্দীগ্রামবাসীকে আহ্বান জানালেন নন্দীগ্রামের তৃণমূলপ্রার্থী মমতা।
এর আগে গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামেরই তেখালি মাঠে জনসভা করেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে তৃণমূলনেত্রী ইচ্ছাপ্রকাশ করেন, তিনি নন্দীগ্রাম থেকেই ভোটে লড়তে চান। এর পর গত শুক্রবার দলের প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেই প্রার্থিতালিকা ঘোষণার সময় মমতা জানিয়ে দেন, তিনিই নন্দীগ্রামে দলের প্রার্থী। তার পর মঙ্গলবার নন্দীগ্রামে এলেন মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল বুধবার এখান থেকেই হলদিয়ায় গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা তাঁর। তার আগে মঙ্গলবার দলের কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘১ এপ্রিল এখানে ভোট আছে। ওদের এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে, টাকাটার কী করতে হয় আপনারা জানেন। কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন। ২ মে যে দিন ফল বেরোবে, সে দিন বুঝতে পারবে ওরা।