অ্যাকসেসিবিলিটি লিংক

মন্দারমনি সমুদ্র সৈকতে বিশাল তিমি মাছের মৃতদেহ


Mandarmani Beach Dead Whale
Mandarmani Beach Dead Whale

আজ সোমবার সকালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি সমুদ্র সৈকতে একটি বিশাল তিমি মাছের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সাতসকালে কিছু মৎস্যজীবী ও স্থানীয় কিছু লোক সমুদ্র তীরে গিয়ে ওই বিরাট তিমিটিকে দেখেন। তিমির মাথায় রক্ত লেগে আছে ও শরীরের কিছু অংশে, বিশেষ করে লেজের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে দীঘা থেকে পুলিশের অফিসাররা এবং বন দপ্তরের আধিকারিকরা মন্দারমনিতে ছুটে যান। তিমি মাছ সাধারণত বঙ্গোপসাগরে দেখা যায় না, কারণ বঙ্গোপসাগরের জলের যে তাপমাত্রা বা জীব-বৈচিত্র, তিমি মাছের পক্ষে সেটা সুবিধাজনক হয় না। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, ভারত মহাসাগর থেকে এই তিমিটি ঘূর্ণিঝড়ের সময় অশান্ত সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ে দিগভ্রান্ত হয়ে এদিকে চলে এসেছিল। তার পর সমুদ্রে কোনও জাহাজ বা অন্য জলযানের সঙ্গে ধাক্কা লাগায় সেটি গুরুতর আঘাত পায় ও মৃত্যু হয়। তবে মৃত্যু খুব বেশি আগে হয়েছে বলে বন দপ্তরের কর্মকর্তারা মনে করছেন না। এটি কোন প্রজাতির তিমি সেটা জানার জন্য বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে, আর এটির মৃত্যুর কারণ বোঝার জন্য ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দারমনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা, তাজপুর, শংকরপুর, ইত্যাদির কাছে। এর আগেও মন্দারমনি ও শংকরপুরে তিমি ভেসে আসতে দেখা গিয়েছে। এখন যদি লকডাউন না থাকতো বা এমনিতে ওইসব সমুদ্র সৈকতে পর্যটকদের যেমন ভিড় থাকে তেমন থাকতো, তা হলে এরমধ্যে আরও অনেক বেশি লোক ওখানে ভেঙে পড়তো। তবে এই দৃশ্য দেখতে ইতিমধ্যেই অবশ্য আশপাশের এলাকাগুলোর বাসিন্দারা মন্দারমণিতে চলে গিয়েছেন। তাঁদের মোবাইল ক্যামেরায় বহু ছবি উঠেছে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:55 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG