অ্যাকসেসিবিলিটি লিংক

মাওবাদী হামলার শিকার ছত্তিশগড়ের সুকমা জেলা


India

মাওবাদী হামলার শিকারছত্তিশগড়ের সুকমা জেলা। আজ মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে সেন্ট্রাল রির্জাভ পুলিশ ফোর্সসিআরপিএফ এর নয় জন জওয়ান নিহত হয়েছেন, এবং কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলে খবর।
আধাসামরিক বাহিনীর জনৈক প্রশাসনিক কর্তা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, সিআরপিএফের দুশো বারো তম ব্যাটালিয়নের জওয়ানরা রায়পুর থেকে প্রায় পাঁচশোকিমি দূরে সুকমার কিস্তারাম এলাকায় জঙ্গলে পাহারা দিচ্ছিলেন। তখনই বিস্ফোরণ হয়। নিরাপত্তা জওয়ানরা জঙ্গলে এলাকায় নিয়ন্ত্রণ বাড়ানোর কাজে গিয়েছিলেন। বিস্ফোরণে তাঁদের মাইন-প্রতিরোধী গাড়ি চুরমার হয়ে যায়। মাওবাদীরা প্রচুর বিস্ফোরক ব্যবহার করে নাশকতা ঘটায় বলে জানান তিনি।
ঘটনার পরপরই এলাকায় বাড়তি বাহিনী পাঠানো হয়।
আজ ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণটি হয়। মাওবাদীরা রাস্তায় আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল বলে জানান সিআরপিএফের ওই কর্তা।যদিও এদিনই সকাল আটটা নাগাদ প্রথম গুলিবিনিময় হয় দুপক্ষের। আধাসামরিক বাহিনীর টহলদার দলটিকেই পরে সন্ত্রাসের টার্গেট করে মাওবাদীরা। হামলায় জখম জওয়ানদের জরুরী চিকিৎসার জন্য বিমানে রায়পুর নিয়ে আসা হয় বলে খবর।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG