ভারতে ইদানিংসময়ে মাওবাদীদের হামলা বৃদ্ধি পেয়েছেI সোমবার ছত্তিশগড়ে হামলা হলে স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ নির্বাচনী প্রচার বন্ধ রেখে, খনিজ সমৃদ্ধ ছত্তিশগড়ে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের দেখতে যানI৪ ঘন্টাব্যাপী লড়াইয়ে ভারতীয় পুলিশ ও আধা সামরিক বাহিনীর আরো ৩০ জন আহত হয়েছেনI ৪ বছরে এই হামলা ছিল সবচাইতে ভয়াবহ ও মারণাত্মকI
মাওবাদীরা নক্সাল নামেও পরিচিতI বহু দশক ধরে তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নিয়োজিত রয়েছেI