ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা। এবার মাওবাদীদের ফাটানো ল্যান্ড মাইনে উড়ে গেল সিআইএসএফ-এর বাস। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় ফের ঘটলো মাওবাদী হামলা। এবার মাওবাদীদের ফাটানো ল্যান্ড মাইনে উড়ে গেল সিআইএসএফ-এর বাস। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ সিআইএসএফ জওয়ান ও এক পুলিসকর্মী রয়েছেন বলে খবর পাওয়া গেছে। মারাত্মক জখম আরও ২ সিআইএসএফ জওয়ান। সংবাদ মাধ্যম কে এ খবর জানিয়েছেন দান্তেওয়াড়ার এসপি অভিষেক পল্লব।আজ বাজার থেকে মালপত্র কিনে ফিরছিলেন জওয়ানরা। বাচেলিতে আসতেই সেটির ওপরে হামলা চালানো হয়। বিস্ফোরণে বাসের চালক, কনডাক্টর ও খালাশি নিহত হয়েছেন।
বাচেলি এলাকায় এই হামলার পর গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই নিয়ে গত ১০ দিনে ছত্তিসগড়ে দ্বিতীয়বার হামলা চালাল মাওবাদীরা। ছত্তিসগড়ে বিধানসভা ভোটের মুখে বার বার মাও হামলায় চিন্তিত কেন্দ্রীয় সরকার বলে খবর।
কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।