অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ভোট বয়কটের ডাক, হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার


আজ মঙ্গলবার ভোর বেলাতেই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি গ্রামের রাস্তা লাল কালিতে লেখা মাওবাদী পোস্টারে ছেয়ে গিয়েছে। হাতে লেখা পোস্টারগুলোতে বলা হয়েছে, "টিএমসি দূর হাটাও, বিজেপি হাত গুটাও" আর জনগণকে ডাক দেওয়া হয়েছে ভোট বয়কট করার। সবেমাত্র পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রথম দফায় ২৭শে মার্চ ঝাড়গ্রামের চারটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল মনোনয়নপত্র পেশের দিন। আর আজ সকালেই হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়েছে। তাতে গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কয়েক বছর আগেও এই সব এলাকা মাওবাদীদের দখলে ছিল।

please wait

No media source currently available

0:00 0:01:42 0:00
সরাসরি লিংক

মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলার শাল পিয়ালের বন ঘেরা অনেকটা এলাকাকে বলা হয় জঙ্গলমহল। আয়গাগুলো ছিল মাওবাদীদের ডেরা, তারা সেখানে যথেচ্ছাচার করত। কেন্দ্রীয় বাহিনীর ওপর তাদের একের পর এক চোরাগোপ্তা আক্রমণে বহু সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। তবে কয়েক বছর হল মাওবাদী নেতা কিষেণজি খুন হওয়ার পর মাওবাদী দাপট অনেকটাই কমেছে। যদিও এখনো মাঝে মধ্যেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুদিন আগে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও আরো কয়েকজন নেতার মাথার দাবিতে পোস্টার পড়েছিল। পুলিশ অবশ্য পরে জানায়, ওই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। আজকে এই পোস্টারগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাবই রাজনৈতিক দলের নেতারা দেননি। তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস প্রত্যেকেই সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছে। পুলিশ এই পোস্টারের উৎস অনুসন্ধান করছে।

XS
SM
MD
LG