এ রাজ্যের অধীনে থাকা জঙ্গল মহলে মাওবাদীদের আনাগোনা ফের বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া রির্পোটের সূত্রেই এখবর জানাগেছে। অন্যদিকে ওড়িশা ও ঝাড়খন্ডের একটি বড় অংশ এখনও মাওবাদী প্রভাবিত এলাকা। মাসখানেক পরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই ভোটের আগে বা পরে ঝাড়খন্ড লাগোয়া জঙ্গল মহলে মাওবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেনা দেশের নিরাপত্তা এজেন্সি গুলি। এই পরিস্থিতি তে তিন রাজ্যের মাওবাদী প্রভাবিত এলাকার রেলওয়ে ষ্টেশন গুলিতে নিরাপত্তা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিন পূর্ব রেল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ঝাড়খন্ড ও ওড়িশার জঙ্গল মহলে মাওবাদীদের দাপট এখনো অক্ষুন্ন রয়েছে। মাঝে মধ্যেই হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দেয় তারা। এরাজ্যের জঙ্গল মহলে বাম জমানার শেষের দিকে মাওবাদীদের যতটা দাপট ছিল বর্তমানে তার অনেকটাই কমেছে। তবে নতুন করে মাওবাদীরা পড়শি রাজ্য থেকে এসে সীমান্তবর্তী জায়গা গুলিতে নিজেদের কাজকর্ম শুরু করেছে বলে খবর।গোয়েন্দা সূত্রের খবর গত কয়েক মাসে জঙ্গল মহলের বেশকিছু এলাকা থেকে মাইন উদ্ধারের খবর পাওয়া গেছে।